সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সোমবার গ্রীসে পৌঁছেছেন। তার সঙ্গে ছিলেন ইসরাইল থেকে বহিষ্কৃত গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার শতাধিক কর্মী। মুক্তি পেয়ে থুনবার্গ বলেছেন, আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার সুযোগেই সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের বন্দি করে ইসরায়েল।
নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। থুনবার্গ বলেন, ইসরায়েল বেআইনিভাবে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের। কারাগারে তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে বলেও জানান। তবে এই ঘটনায় গাজার আগ্রাসন থেকে যাতে বিশ্বের নজর সরে না যায়, সে বিষয়ে সতর্ক করেন গ্রেটা।
তিনি আরও বলেন, মূল ঘটনার কেন্দ্র তারা নন, বরং হাজার হাজার ফিলিস্তিনি বন্দি। এ সময়, যারা বিনা বিচারে ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছে তাদের কথা মনে করিয়ে দেন তিনি।
ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও আগ্রাসনের সমালোচনা করে গ্রেটা থুনবার্গ তার পোস্টে আরও বলেন, নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সংহতিই সুমুদ ফ্লোটিলার লক্ষ্য। ইসরায়েল মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের কথা বলে। অথচ যখন শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক আইন মেনে সে কাজ করার চেষ্টা করেছি, তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
এর আগে, গত সপ্তাহে গাজার ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা আটক করে ১৭০ জন ফিলিস্তিনপন্থি কর্মীকে গ্রেফতার করেছিল ইসরায়েল। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠায় কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/শআ