পেশির চোটে আক্রান্ত হয়ে তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে স্পেন জাতীয় ফুটবল দল। বার্সেলোনার তরফে অভিযোগ উঠেছিল, গত আন্তর্জাতিক উইন্ডোতে ব্যথানাশক দিয়ে ইয়ামালকে খেলিয়েছিলেন কোচ লুই দে লা ফুয়েন্তে। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন স্পেন কোচ।
আসন্ন বাছাইপর্বে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু করেছে লা রোহা। তবে ইনজুরির কারণে দলে নেই ইয়ামাল। কাতালান ক্লাব বার্সেলোনা দাবি করে, সেপ্টেম্বরে জাতীয় দলে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ইয়ামাল এবং তার আগেও ব্যথা থাকা সত্ত্বেও তাকে খেলানো হয়েছিল। ফলে ঘরোয়া লিগে টানা চার ম্যাচ মাঠের বাইরে থাকতে হয় তাকে।
বার্সার অভিযোগ প্রসঙ্গে লুই দে লা ফুয়েন্তে বলেন, “আমরা কখনোই কোনো খেলোয়াড়কে ঝুঁকি নিয়ে খেলাই না। বরং কম বয়সী খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ দিচ্ছে ক্লাবগুলোই।”
ইয়ামাল সম্প্রতি রিয়াল সোসিয়েদাদ ও পিএসজির বিপক্ষে মাঠে ফিরলেও আবার নতুন করে চোটে পড়েছেন। একইসঙ্গে ইনজুরির তালিকায় যোগ দিয়েছেন ফরোয়ার্ড রদ্রিওও।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে এরই মধ্যে দারুণ ফর্মে আছে স্পেন। গত মাসে বুলগেরিয়া ও তুরস্ককে হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে স্পেনের বিশ্বকাপের টিকিট।
বিডি প্রতিদিন/মুসা