জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে বুধবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশন গঠনের কথা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে এখনো জকসুর আইন বা সংবিধি অনুমোদিত না হওয়ায় নির্ধারিত তারিখে কমিশন গঠন করা হচ্ছে না। এর পরিবর্তে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্বে) অধ্যাপক শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কমিটি (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)। কমিটিতে আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা হাসান ও সদস্যসচিব হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক মো. জুলফিকার মাহমুদকে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান।
উক্ত কমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) বিধি পাস হওয়ার পূর্ব পর্যন্ত নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির যাবতীয় কার্য সম্পাদন করবেন।
বিডি প্রতিদিন/মুসা