ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের অসহনীয় যানজট নিরসনে হঠাৎ নড়েচড়ে বসেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হওয়ায় আজ সড়ক পরিবহন উপদেষ্টা এলাকা পরিদর্শনে আসছেন। এ খবরে সরাইল বিশ্বরোড এলাকায় ভাঙন অংশে তিন স্তরে চলছে ইট বিছানোর কাজ। কিন্তু সড়কের মাঝখানে ইট ও বালুর স্তূপ ফেলে রাখায় উল্টো যানজট আরও বেড়েছে। সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সফর কেন্দ্র করে ব্যস্ত হয়ে পড়েছে স্থানীয় সওজ কার্যালয়। এলাকাবাসীর অভিযোগ, উপদেষ্টাকে দেখানোর জন্যই তড়িঘড়ি এ কাজ শুরু হয়েছে। তাদের শঙ্কা, পরিদর্শন শেষে হয়তো আবার এসব ইট তুলে ফেলা হবে। এটা হলে রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে বলেও মনে করেন তারা। তবে সওজ বলছে, এটি কোনো অস্থায়ী সংস্কার নয়, স্থায়ী সমাধানের অংশ হিসেবেই কাজটি করা হচ্ছে।
প্রকৌশলীরা জানিয়েছেন, এখানে মোট ৪ লাখ ইট বিছানো হবে। এসব ইট আনা হচ্ছে ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্বয়ংক্রিয় ইটভাটা থেকে। শনিবার বিকাল থেকে রবিবার রাত পর্যন্ত কাজ চলে। সওজের একাধিক কর্মকর্তা জানান, বুধবার উপদেষ্টা ফাওজুল কবির ট্রেনে ভৈরবে এসে সড়কপথে সরাইল বিশ্বরোডে যাবেন। তিনি সেখানে গোলচত্বরের ভাঙন, যানজট এলাকা ও মেরামতকাজ পরিদর্শন করবেন।