নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষক দিবস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলদ, বনজ ও ফুলের চারা বিতরণ করা হয়।
কালের কণ্ঠের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি গাজী মোবারকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন ঢাকা বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও জাতীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক বি আর বিলকিস।
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সচেতনতা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও শিক্ষানুরাগী সাদিকুর রহমান সেন্টু, মেঘলা টিভির চেয়ারম্যান জহিরুল ইসলাম সিরাজ, শাহ্ ইরানী, মাহমুদা আক্তার, শামীমা আক্তার ও ইশরাত জাহান প্রমুখ।
সোনারগাঁ উপজেলা শুভসংঘের সদস্য সচিব মোস্তাক আহমেদ, শুভসংঘ সোনারগাঁ উপজেলা শাখার বন্ধু জসিমউদ্দিন, অমিত হাসান, মিজানুর রহমান,দেলোয়ার হোসেন, রাসেল ও আয়ুব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লাবিবা বিনতে নঈম প্রাপ্তি শুভসংঘের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুভসংঘের বন্ধু মোস্তাক আহমেদ বলেন, বসুন্ধরা শুভসংঘ মানুষের কল্যাণ ও শুভ কাজের জন্য প্রতিষ্ঠিত। বসুন্ধরাগ্রুপ শুভসংঘের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ণে কাজ করছেন।
সহকারি শিক্ষক মাহমুদা আক্তার বলেন, শুভসংঘ নামের মাঝেই এর কর্মপন্থা লুকানো। শুভসংঘ মানেই শুভ কাজের সঙ্গে থাকা।
বিশেষ অতিথির বক্তব্যে সাদিকুর রহমান সেন্টু বলেন, বসুন্ধরা শুভসংঘের মতো সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। এ সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি বলেন, চিপস্, বিস্কিট কিংবা অন্যান্য প্যাকেটজাত খাবার খেয়ে যেখানে সেখানে খোসা ফেলা যাবে না। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বি আর বিলকিস বলেন, বসুন্ধরা শুভসংঘের প্রতিটি উদ্যোগ জনকল্যাণমুখী হওয়ায় আমরা সানন্দে স্বাগত জানাই। তিনি দেশ ও জাতি গঠনে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, আমরা দেখেছি বসুন্ধরা শুভসংঘ ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। টাকার অভাবে যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না তাদের ও পরিবারে পাশে দাঁড়াচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে তিনি বলেন, যে কোনো রোগে আক্রান্ত হওয়ার আগেই আমাদের প্রতিরোধ করতে হবে। তার জন্য প্রয়োজন বসুন্ধরা শুভসংঘের মতো জনসচেতনতা তৈরি করা যাতে সবাই নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/নাজিম