বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার জাতীয় দলে খেলছেন। এর মধ্যে বড় আকর্ষণই হচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী। পৃথিবীর অন্যতম সেরা আসর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার বাংলাদেশে খেলবেন তা ছিল স্বপ্ন। মাতৃভূমির টানে হামজা লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন। তিন ম্যাচ খেলেই তিনি যে আলোড়ন তুলেছেন তা জাতীয় দলের ইতিহাসে অন্য কেউ পারেননি। সত্যি বলতে কি বাংলাদেশের ফুটবল এখন হামজাময়। মূলত তাঁর খেলা দেখতেই অল্প সময়ের মধ্যে গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে যায়। বাংলাদেশের ফুটবলে হামজা এখন ম্যাজিকম্যান। এরপরও ট্র্র্যাজেডি হচ্ছে হামজা মাঠে নামার পরও বাছাইপর্বে জয়ের দেখা নেই। এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের ম্যাচে হামজা শুরু থেকে খেলছেন। তিনি থাকার পরও দুই ম্যাচে মূল্যবান পাঁচ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। শিলিগুড়িতে অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ও ঢাকায় হোম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হার। কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম ও ইতালি প্রবাসী ফাহমিদুলও খেলেছেন। এবার জাতীয় দলে ডাক পেয়েছেন জায়ান আহমেদ। অন্য তিন প্রবাসী জামাল ভূঁইয়া, তারিক কাজী ও কাজিম শাহ তো আরও আগে থেকে খেলছেন। জামাল দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেতৃত্ব দিচ্ছেন। তিন ম্যাচ খেলে হামজা জয়ের সাক্ষীও হয়েছেন। দর্শনীয় এক গোলও করেছেন। ভুটানকে হারানোর পরও সমর্থকদের তৃপ্তি মেটেনি। তারা চায় এশিয়ান কাপ বাছাইপর্বে জয়। সেই ১৯৮০ সালে বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলেছে। ৪৫ বছরেও এ ব্যর্থতা থেকে বের হতে পারেনি। পাঁচ পয়েন্ট হারিয়ে এবারও পেছনে পড়ে গেছে। ৯ অক্টোবর হংকং, চায়নাকে হারাতে পারলেই আশা ভালোভাবে বেঁচে থাকবে। দলে হামজা আছেন বলেই যত আশা। ম্যাচটিকে হামজাও আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন। সোমবার ঢাকা পৌঁছানোর পরই বিশ্রাম না নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন। বলেছেন ম্যাচে সফল ও জয়ের কথা। হামজার এ কথাতেই আত্মবিশ্বাস বেড়ে গেছে সতীর্থদের। সবার অপেক্ষা বাংলাদেশের জার্সিতে বাছাইপর্বে তাঁর প্রথম জয়। তবে যতই নামকরা হোক ফুটবল তো ১১ জনের খেলা। সবাইকে সেরাটা দিতে হবে। হংকং যথেষ্ট শক্তিশালী। তাদের দলটাও মূলত প্রবাসী নিয়ে গড়া। সবকিছু মিলিয়ে ঘরের মাঠে হামজাদের এক কঠিন পরীক্ষা।
শিরোনাম
- জনপ্রশাসনে সচিবের চেয়ারে বসতে চান না কেউ!
- মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বোমা হামলায় নিহত ৪০
- প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- আবরার ফাহাদের শাহাদত জুলাই গণঅভ্যুত্থানের বড়ো প্রেরণা : তথ্য উপদেষ্টা
- ভারী বৃষ্টি, দিল্লি বিমানবন্দরে নামতে পারল না ১৫ ফ্লাইট
- প্রয়োজনীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে মেডিকেল অক্সিজেন
- গ্রিসে অভিবাসী বহনকারী নৌকা ডুবে চারজনের প্রাণহানি
- ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন
- চাকসু নির্বাচনে ছাত্রদলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন দুই প্রার্থী
- রাইসা মনির ন্যায়বিচার নিশ্চিত করতে ‘রেসকিউ ল পরিবার’ আইনি সহায়তা প্রদান
- ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানালেন তার প্রথম প্রধানমন্ত্রী ফিলিপ
- মোটরসাইকেলে এসে গাড়িতে থাকা ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের একত্রিত উদ্যোগ জরুরি: শাহাদাত
- স্ত্রী চিৎকারে জানলেন নোবেল জয়, প্রথমে ভেবেছিলেন ভালুক দেখেছেন
- যুদ্ধবিরতির জন্য যেসব প্রধান শর্ত দিল হামাস
- তিস্তার পানি কমেছে, নদীপাড়ে স্বস্তি
- হাসপাতালের সামনে কাপড়ে মোড়ানো কন্যা শিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য দিবস উদযাপন
- কলাপাড়ায় প্রবারণা পূর্ণিমা উদযাপিত
হামজায় উজ্জীবিত বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর