রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রির নামে ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের মূল হোতা মো. সেলিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রবিবার খুলনার ডুমুরিয়া থানার বালিয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে হুমায়ুন কবীর নামে এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মূল হোতা হিসেবে সেলিম শেখের নাম আসে। গতকাল সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, প্রতারক চক্রটি ‘পাওয়ার ম্যাক্স লি.’ নামে একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নামে ভুক্তভোগীদের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করে।
প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে এবং অফিস সাজিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত বছরের মার্চে রাজধানীর শ্যামপুর থানায় মামলা করেন। মামলার পর এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ প্রতারককে গ্রেপ্তার করা হলেও মূল হোতা সেলিম বিভিন্ন কৌশলে গা ঢাকা দিয়েছিলেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।