গাজায় টানা বিমান হামলায় গত শনিবার (৪ অক্টোবর) থেকে অন্তত ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গভর্নমেন্ট মিডিয়া অফিস। খবর আল জাজিরার।
তাদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, শনিবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ২৩০টি বিমান হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শুধু গাজা শহরেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন।
বিবৃতিতে বলা হয়েছে,'ইসরায়েলি দখলদার বাহিনী আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্মম আগ্রাসন অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দেওয়া সত্ত্বেও এই হামলা চালানো হচ্ছে।'
এর আগে শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন,'হামাস দীর্ঘমেয়াদি শান্তির জন্য প্রস্তুত রয়েছে।'
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/মুসা