নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও জয় তুলে নিতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে ৪ উইকেটে হেরেছে টাইগ্রেসরা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
ম্যাচের শুরু থেকেই বল হাতে দারুণ ছিল বাংলাদেশের বোলাররা। ইংল্যান্ডের রান যখন ৭৮, তখন তাদের ৫ উইকেট নেই। এক সময় জয়ের স্বপ্নও দেখছিল বাংলাদেশ। তবে অভিজ্ঞ হেদার নাইট ছিলেন এক প্রান্তে অবিচল। ইনিংসের শেষ পর্যন্ত থেকে ৯৭ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফাহিমা খাতুন, নিয়েছেন ৩টি উইকেট। মারুফা আক্তার নেন ২ উইকেট এবং একটি উইকেট যায় সানজিদা আক্তার মেঘলার ঝুলিতে।
ব্যাটিংয়ে শুরুটা ছিল সাবধানী, তবে নিয়মিত উইকেট পতনে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। ইনিংসের মূল ভরসা হয়ে দাঁড়ান সোবহানা মোস্তারি। তিন নম্বরে নেমে ১০৮ বল খেলে করেন ৬০ রানের এক ধৈর্যশীল ইনিংস।
শেষদিকে রানে গতি আনেন অলরাউন্ডার রাবেয়া। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৭ বলে অপরাজিত ৪৩ রান করেন তিনি। এই ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।
ওপেনার শারমিন আক্তার করেন ৩০ রান। এছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল স্বর্ণা আক্তার (১০)। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দুই বল খেলে শূন্য রানে ফিরলে চাপ বাড়ে দলের ওপর।
ইংল্যান্ডের হয়ে সোফি এক্লেস্টোন ২৪ রানে ৩টি উইকেট নেন। এছাড়া লিন্সি স্মিথ, শার্লট ডিন ও অ্যালিস ক্যাপসি নেন ২টি করে উইকেট।
১৭৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। ৫ উইকেট পড়ে যায় মাত্র ৭৮ রানে। কিন্তু সেখান থেকেই দলকে টেনে তোলেন হেদার নাইট। অ্যালিস ক্যান্সির সঙ্গে ২৫ রানের জুটি গড়ে চাপ কিছুটা কমান। ক্যান্সি আউট হলেও, শেষদিকে এলিস ক্যাপসি (২০) ও শার্লট ডিন (২৭*) মিলে নিশ্চিত করেন ইংল্যান্ডের জয়।
এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছিল টাইগ্রেসরা।
বিডি প্রতিদিন/মুসা