বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের উত্থান ঘটেছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন স্বর্ণের ফিউচার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০০৯.৯০ ডলারে পৌঁছেছে। একপর্যায়ে তা স্থানীয় সময় সকাল ১১টা ১৩ মিনিটে ৪,০১১.৩০ ডলার স্পর্শ করে। অন্যদিকে, স্পট মার্কেটেও স্বর্ণের দাম ছিল প্রায় সমান; যা ০.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩,৯৮৬.২৯ ডলারে। সেশন শুরুর দিকে এটি সর্বোচ্চ ৩,৯৮৮.৫৯ ডলারে পৌঁছায়।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এ কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন, যার ফলেই দাম ঊর্ধ্বমুখী।
জানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, "সরকারি অচলাবস্থার কোনো সমাধান আপাতত না থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফলে এর চাহিদা এখনো অনেক বেশি।"
চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫১ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, সুদের হার কমানোর প্রত্যাশা, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি, ইটিএফের চাহিদা এবং মার্কিন ডলারের দুর্বলতার কারণে এই মূল্যবৃদ্ধি ঘটছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন মঙ্গলবার সপ্তম দিনে পৌঁছেছে, যার ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক প্রকাশ স্থগিত রয়েছে। এতে বিনিয়োগকারীরা এখন বিকল্প সূত্র থেকে তথ্য নিয়ে বাজার বিশ্লেষণ করতে বাধ্য হচ্ছেন।
অন্যদিকে, মূল্যবান অন্যান্য ধাতুর বাজারেও দেখা গেছে মিশ্র প্রবণতা। মঙ্গলবার স্পট সিলভার ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪৮.১০ ডলারে নেমে এসেছে। তবে প্লাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়ে হয়েছে ১,৬৩৩.৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৩৬১.৩৭ ডলার।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/মুসা