রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলীসহ ১৭ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। মামলার এজাহারনামীয় নয় আসামির তিন দিন এবং সন্দেহভাজন আট আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন খান। আসামিদের পক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন। গত ২৮ সেপ্টেম্বর বুবলীকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে ঝটিকা মিছিল নিয়ে অগ্রসর হন আসামিরা। তারা জনমনে ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর সময় ২৫ জনকে আটক করা হয়। এ ঘটনার পরের দিন তেজগাঁও থানার উপপরিদর্শক মো. আবদুল কাদের ২৫ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।