আগামী বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে নিজের অবস্থান পাকাপোক্ত করতে মরিয়া গোলরক্ষক বেন্তো। নিয়মিত সুযোগ না পেলেও দলের জন্য প্রস্তুত আছেন সর্বক্ষণ, এমনটাই জানালেন ২৬ বছর বয়সী এই শট-স্টপার।
কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার ঘোষিত প্রতিটি স্কোয়াডেই জায়গা করে নিচ্ছেন বেন্তো। যদিও এখনও ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষকদের মধ্যে নেই তিনি। তবুও জাতীয় দলে নিজের জন্য সম্ভাবনার দরজা খোলা রেখেছেন এবং বিশ্বকাপে খেলার স্বপ্নও দেখছেন।
প্রথমবার জাতীয় দলের ডাক পান ২০২৩ সালের আগস্টে। তবে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় ২০২৪ সালের মার্চ পর্যন্ত। ইংল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচে প্রথমবার ব্রাজিলের হয়ে মাঠে নামেন তিনি। এরপর থেকে মোট চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বেন্তো।
দীর্ঘদিন ধরে ব্রাজিলের গোলপোস্টের দায়িত্বে ছিলেন আলিসন ও এদেরসন। তবে সাম্প্রতিক ইনজুরির কারণে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের দলে নেই আলিসন। ফলে এই ম্যাচগুলোতে বেন্তোর খেলার সুযোগ অনেকটাই বেড়েছে।
মঙ্গলবার সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বেন্তো বলেন,'আমি কখনোই ধরেই নিই না যে আমার জায়গা পাকা। এটা আমার ধরণ নয়। আমি সবসময় পরিশ্রম করি আরও ভালো করার জন্য এবং দলে থাকার সুযোগ ধরে রাখার জন্য। ঈশ্বরের কৃপায় খুব একটা ইনজুরিতে পড়ি না, আর সেটাই আমাকে সাহায্য করছে জাতীয় দলে টিকে থাকতে।'
বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে তিনি বলেন,'যদি শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাই, তাহলে এটা হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই স্বপ্ন পূরণে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি।'
আল নাস্রের হয়ে খেলা বেন্তো, ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হিসেবে ক্লাব ফুটবলেও নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। এবার ব্রাজিলের জার্সিতেও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ খুঁজছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা