ঈদের আগে বেশির ভাগ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন ও উৎসব ভাতার টাকা পরিশোধ করতে আজ খোলা থাকছে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক- সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক। শিক্ষক-কর্মচারীর বেতন ও উৎসব ভাতার টাকা পরিশোধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে গতকাল সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুরোধে ওই চারটি ব্যাংক শুক্রবার খোলা রাখতে বলা হয়েছে।