চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে আলী মিয়া (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোণা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী মিয়া (৫০) ওই এলাকার মৃত আবদুল আজিমের ছেলে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ জানান, সকালে আলী মিয়া এলাকায় একটি আধাপাকা বসতঘর ভাঙার কাজ করছিলেন। এ সময় দেয়ালের একটি অংশ ভেঙে তার গায়ের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার এসআই গোবিন্দ চন্দ্র দাশ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন এবং এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম