ঈদুল আজহা সামনে রেখে গতকাল সকালে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। ২৯ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার জন্য টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। কাউন্টারের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও টিকিট কিনতে পারছেন তারা।
গাবতলীতে বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, ৪ ও ৫ জুনে যাত্রার জন্য অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। অনেক কাউন্টার থেকে জানানো হয়েছে, এ দুই দিনের টিকিট বিক্রি শেষ হয়েছে।
অন্যবারের মতো এবারও ঈদ উপলক্ষে ভাড়া বেড়েছে। নন-এসি বাসের ভাড়া ১৫০-২৫০ টাকা পর্যন্ত বাড়লেও এসি ও স্লিপার বাসের ভাড়া কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে দ্বিগুণ। যদিও সম্প্রতি সংবাদ সম্মেলনে বাসমালিকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিআরটিএ নির্ধারিত ভাড়ার নির্দেশনা অনুসরণ করা হবে।
ঈদযাত্রা উপলক্ষে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ বিভিন্ন গন্তব্যের এসি ও স্লিপার বাসে আড়াই থেকে তিন হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
বাংলাদেশ এসি ও স্লিপার বাস মালিক সমিতির সড়ক সম্পাদক, আরাফাত পরিবহনের সিইও আনিসুর রহমান বলেন, এসি ও স্লিপার বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। তা ছাড়া ঈদ উপলক্ষে যাত্রী চাহিদা অনুযায়ী ভাড়া কমবেশি হয়ে থাকে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অন্য সময় তুলনামূলক কম ভাড়া নেওয়া হয়। সে কারণে ঈদযাত্রায় ভাড়া বাড়তি মনে হতে পারে।
এদিকে ২১ মে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানা গেছে।