জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে চলমান কলম বিরতি কর্মসূচি আরও একদিন বাড়ানো হয়েছে। পাশাপাশি দাবি আদায়ে আগামীকাল রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
আজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলম বিরতি পালনের পরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনবিআরের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান, উপ কমিশনার নিপুণ চাকমা প্রমুখ।
আসাদুজ্জামান বলেন, পরবর্তী কর্মসূচি হলো- আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা কলম বিরতি চলবে। আগের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
গত ১২ মে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে এক জোট হন। তবে শুরুতে কর্মকর্তাদের দাবির পক্ষে অনড় থাকলেও ধীরে পরে দুই সমিতির শীর্ষ নেতারা পিছু হটেন। আর এতে সমিতির পদে থাকা অনেক কর্মকর্তা গত বুধবার পদত্যাগ করেন। অধ্যাদেশ বাতিল করে সবার মতামত নিয়ে নতুন করে অধ্যাদেশ জারির দাবিতে ঐক্য পরিষদের ব্যানারে গত বুধবার থেকে কর্মসূচি অব্যাহত রেখেছেন এনবিআর কর্মকর্তারা-কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, তাদের স্পষ্ট বার্তা তারা সংস্কারের পক্ষে। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথক হোক, সেই বিষয়ে সবাই একমত। তবে, এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামতভিত্তিক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে।
তিনি বলেন, এটি বরাবরই একটি নিয়মতান্ত্রিক আন্দোলন। কিন্তু শুক্রবার কতিপয় বহিরাগত অনুপ্রবেশ করানোর মাধ্যমে আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ঐক্য পরিষদ এর তীব্র নিন্দা জানাচ্ছে।
সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে আসাদুজ্জামান বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে এই অচলাবস্থার নিরসন করতে চায় ঐক্য পরিষদ। আলোচনা করলে এই পরিস্থিতির নিরসন হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ