প্রথম ইন্ডিয়ান আইডল বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত সম্প্রতি একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিয়ের পরও তিনি ডেটিং অ্যাপ টিন্ডারে সক্রিয় ছিলেন এবং বউকে ফাঁকি দিয়ে ২-৩ জন নারীর সঙ্গে নিয়মিত ডেট করতেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিজিৎ। তিনি বলেন, আমি খুব কৌতূহলী মানুষ। যুক্তরাষ্ট্রে এক বন্ধুর সঙ্গে ছিলাম, সে বলল- ডেটিংয়ের জন্য নতুন একটা অ্যাপের কথা। সেখানে প্রোফাইল তৈরি করি। তখন মাঝে মাঝে অ্যাপটি ব্যবহার করতাম। কয়েকজন নারীর সঙ্গে অনলাইনে নিয়মিত আলাপও হতো। কিন্তু এর কিছুই এখনো (ইন্টারভিউ প্রকাশের দিন পর্যন্ত) আমার স্ত্রী জানে না। হয়তো এই ইন্টারভিউ দেখে জানবে। তবে আমি অনলাইনে ডেটিং করলেও কোনো নারীর সঙ্গে সাক্ষাৎ করিনি।
অভিজিৎ আরও বলেন, ওই সময় ২-৩ জন নারীর সঙ্গে পরিচয় হয় এবং নিয়মিত কথা হতো। পরে টুইটারে ব্যাপারটা ছড়িয়ে পড়ে যে আমার টিন্ডার অ্যাকাউন্ট আছে। তখন বুঝলাম, এটা ভালো দেখাবে না। আমার স্ত্রী তখনও বিষয়টি জানতে পারেনি, এখন জানবে (ইন্টারভিউ প্রকাশের দিন)। ও তো বেচারি, টিন্ডার কী জিনিস সেটাই জানত না। এখন জানবে। আমি খোলাখুলিভাবেই বলি, যদি কিছু করতে চাও, নির্ভয়ে করো।
স্ত্রীকে ফাঁকি দিয়ে অনলাইনে ডেটিং করা নিয়ে অভিজিতের এই স্বীকারোক্তি বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তার সৎ স্বীকারোক্তিকে প্রশংসা করছেন, কেউ আবার সমালোচনা করছেন। অনেকের মতে একজন বিবাহিত পুরুষের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, অভিজিৎ সাওয়ান্ত ২০০৭ সালে শিল্পা সাওয়ান্তকে বিয়ে করেন। তাদের সংসারে দু’টি সন্তান রয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শআ