টালিগঞ্জ-কন্যা দর্শনা বণিক অভিনয় করেছিলেন বাংলাদেশের ছবিতে। এবার বলিউড ছবির মুখ্য চরিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। বিক্রম ভাট পরিচালিত থ্রিলার ঘরানার সিনেমায় দেখা যাবে এই টলিউড সুন্দরীকে। ছবির নাম ‘বিরাট’। জানা গেল এই থ্রিলারধর্মী সিনেমায় দর্শনার সঙ্গে অভিনয় করছেন মিঠুনপুত্র নমাশি চক্রবর্তী। গল্পটা কীরকম? জানা গেল, ব্রিটিশ শাসনামলে উত্তর ভারতের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘বিরাট’-এর চিত্রনাট্য। সে সময় রেললাইন তৈরির জন্য শেরাওয়ালির মন্দির ভাঙার চেষ্টা করে ইংরেজরা। সেখান থেকেই গল্প অন্যদিকে বাঁক নেয়। দৈবশক্তিতে বাধাপ্রাপ্ত হয় ইংরেজদের রেললাইন তৈরির কাজ। এই পিরিয়ড সিনেমায় বন্যপ্রাণ সংরক্ষণের বার্তাও দেওয়া হবে। জানা গেল, ইতোমধ্যে মুম্বাইতে সেট তৈরি করে কিছু অংশের শুট হয়ে গেছে। বাকিটা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে হওয়ার কথা।
উল্লেখ্য, বিক্রম ভাটের বলিউড সিনেমার জন্যই সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্র হাতছাড়া হয়েছে দর্শনা বণিকের।