বগুড়ার কাহালুতে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নে নির্দেশিকা বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবীবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইনাম আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক লায়লা পারভিন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি, দুপচাঁচিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, কাহালু উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, সমাজসেবা কর্মকর্তা মো. আবিদুর রহমান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বীরকেদার ইউপি ইউপি চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, কালাই ইউপি চেয়ারম্যান মো. জোবাইদুল ইসলাম সবুজ, মালঞ্চা ইউপি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রন্জু, জামগ্রাম ইউপি প্রশাসক শাহরিয়ার সিদ্দিকী ও নারহট্র ইউপি প্যানেল চেয়ারম্যান মো. গোলাম রব্বানী আকন্দ।
বিডি প্রতিদিন/এমআই