আলবেনিয়ার রাজধানী তিরানায় অনুষ্ঠিত হয়েছে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন। ইউরোপের প্রায় সব দেশের শীর্ষ নেতারাই অংশ নিয়েছেন এই গুরুত্বপূর্ণ আয়োজনে। সম্মেলন উপলক্ষে আলবেনিয়ার পক্ষ থেকে আয়োজন করা হয় লাল গালিচা সংবর্ধনার।
বিশেষভাবে নজর কাড়েন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। বৃষ্টিভেজা তিরানায় শুক্রবার (১৬ মে) তিনি এক হাতে নীল ছাতা ঘুরিয়ে সম্মেলনের সূচনা করেন এবং অতিথিদের অভিনব ও রসিকতায় ভরা অভ্যর্থনায় বরণ করে নেন। ইউরোপের ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে হাসিমুখে ও উষ্ণ সম্ভাষণে বিশেষ উপায়ে স্বাগত জানান তিনি।
সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে যখন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি লাল গালিচায় পা রাখেন। একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা গেছে—মেলোনিকে স্বাগত জানাতে রামা হাঁটু গেড়ে বসে পড়েন এবং ‘নমস্তে’ ভঙ্গিতে তার প্রতি সম্মান জানান। মেলোনি এই অপ্রত্যাশিত অভ্যর্থনায় হেসে ওঠেন এবং পরে রামাকে আলিঙ্গন করেন। রামা তাকে সস্নেহে ‘আমার ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে স্বাগত জানাতে গিয়েও রামা রসিকতা করে বলেন, “এই যে সূর্যের রাজা!”
ব্রিটিশ প্রতিনিধিদের উদ্দেশে মজার ছলে বলেন, “বৃষ্টির আগমনের আশঙ্কা ছিলই, তবে এখন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত—বৃষ্টির উৎসই হচ্ছে ব্রিটিশ দল!”
সম্মেলনের আগের দিন ইনস্টাগ্রামে রামা লিখেন, “আজ তিরানায় সমগ্র ইউরোপ উপস্থিত, আর গোটা বিশ্ব তা দেখছে—আমি সবাইকে শুভেচ্ছা জানাই।”
রামা আরও বলেন, “আমি হয়তো সবচেয়ে লম্বা, তবে আমাদের দেশ ইউরোপের সবচেয়ে ছোটদের একটি। তবুও এমন একটি সম্মেলন আয়োজন করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”
এবারের সম্মেলনে ইউক্রেন সংকট ছিল প্রধান আলোচ্য বিষয়। যখন ইউরোপীয় নেতারা আলবেনিয়ায় মিলিত হন, তখন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসেন ইস্তাম্বুলে।
বিডি প্রতিদিন/নাজিম