দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। ভোটের সমীকরণই কী হবে? নির্বাচনি মাঠে নিজ নিজ সুবিধা নিশ্চিত করতে কে কাকে পাশে টানবে, কে কার সঙ্গে জোট বাঁধবে, এ নিয়ে রাজনীতির অন্দরে চলছে নানা মেরূকরণ। হিসাবনিকাশ ভিন্ন হলেও সবার লক্ষ্য এক ও অভিন্ন। সবার উদ্দেশ্যই ক্ষমতা ভাগাভাগির দরকষাকষিতে ভোটের আগে নিজেদের শক্তিশালী অবস্থান। শিগগিরই পর্দার অন্তরালে ঘটতে যাচ্ছে অনেক কিছু। যার তৎপরতা ইতোমধ্যেই শুরু হয়েছে। চলমান পরিস্থিতিতে নির্বাচনি রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর চাপ আরও বাড়তে চলেছে। রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতা এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নয়া মেরুকরণের পথে হাঁটছে দেশের রাজনীতি। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি- তিনটি দলই ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে ঐক্য গড়ার চেষ্টা করছে। তবে এ কার্যক্রমে দলগুলো আবার সচেতনভাবেই এড়িয়ে চলছে একে অপরকে। ফলে কে কার পক্ষে তা নিয়ে এক ধরনের প্রচ্ছন্ন লড়াই স্পষ্ট হয়ে উঠেছে দলগুলোর ভিতরে।
দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন আর মাঠে নেই আওয়ামী লীগ। এ নিয়ে রাজনীতির হাওয়া মোড় দিচ্ছে নানান দিকে। নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ও মাঠের রাজনীতিতে বিএনপি এখন দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় রয়েছে। জামায়াতে ইসলামী ও নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে দৃশ্যত বর্তমানে কিছুটা দ্বন্দ্ব দেখা গেলেও সেটি কৃত্রিম কিংবা কত দূর যাবে তা সামনের পরিস্থিতি বলে দেবে। এবি পার্টির সঙ্গে এনসিপিসহ বেশ কয়েকটি দলের জোট হতে পারে। আবার বিএনপিও কাছে টানতে পারে তাদের সবাইকেই। অন্যদিকে ইসলামী আন্দোলনসহ বেশ কয়েকটি ইসলামপন্থি দলের মধ্যেও ‘নির্বাচনি সমঝোতা’র লক্ষণ দেখা যাচ্ছে। বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা ঐক্য তৈরি হতে পারে নিজেদের ভিত শক্ত করতে। যাতে শেষ পর্যন্ত বড় দলের সঙ্গে দরকষাকষিটা ভালোভাবে করা যায়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ’৭১-এর মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে বিএনপি ও এনসিপির অবস্থান এখন অভিন্ন। এমনকি বিএনপির সঙ্গে এনসিপির জোট গঠন নিয়েও রয়েছে নানা আলোচনা। সম্প্রতি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ‘আপত্তিকর’ স্লোগান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে বিএনপির নীতিনির্ধারকদের বক্তব্য হলো, “শাহবাগ ও যমুনার সামনে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত। কিন্তু সেই শাহবাগে যদি জাতীয় সংগীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে কেউ কেউ ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে চায়, কেউ যদি বলে ‘গোলাম আযমের বাংলায়’-এ কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে। এটা হয় না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি। তাহলে কেন, কী কারণে শাহবাগে কারও কারও উপস্থিতিতে এ ধরনের স্লোগান হয়? তখন বুঝতে হবে, কে কী চায়, কাদের মধ্যে দেশপ্রেম আছে। এটা বিচার-বিশ্লেষণের সময় কিন্তু এখন।”
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থান- এই দুই ইস্যুতে বিএনপির যে অবস্থান তা নতুন নয়। তবে এনসিপির অবস্থান তাদের কাছে নতুন মনে হয়েছে। এর কারণ হতে পারে জন-আকাঙ্ক্ষাকে দলটি বুঝতে পেরেছে। আরেকটি হতে পারে যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না, এজন্য দলটির (আওয়ামী লীগের) ভোট টানার বিষয় থাকতে পারে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এনসিপির সঙ্গে জামায়াতের একটা বিরোধ আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে তা না-ও থাকতে পারে। তবে নতুন বাস্তবতায় বিএনপির সঙ্গে জামায়াতের এক জোট হওয়ার সম্ভাবনা নেই। ইসলামি দলগুলো একটি নির্বাচনি সমঝোতায় যেতে পারে। সে ক্ষেত্রে এনসিপির অবস্থান কী হবে, তা এখনো অস্পষ্ট। সবকিছু নির্ভর করছে নির্বাচনের তফসিল ঘোষণার ওপর। আবার এখনো জামায়াত নিবন্ধন ফিরে পায়নি, আর এনসিপির নিবন্ধন নেই- এগুলোও কিন্তু বাস্তবতা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ প্রতিদিনকে নতুন নির্বাচনি জোট গঠন সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপি যা করছে এটা কোনো জোটের রূপ না। আমরা চাচ্ছি জনগণের কাছে যাওয়ার জন্য। নির্বাচন নিয়ে জনগণের যে দাবি, সেটা নিয়েই দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে।’
তিনি বলেন, “বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এই দাবিকে অন্য দলগুলোও সমর্থন করছে। আমরা আলাপ করে দেখছি যে, সব পলিটিক্যাল পার্টিই এখন জরুরি ভিত্তিতে একটা নির্বাচন চায়। আমরা আলোচনা করে সবার মতামত নিয়ে তারপর নির্বাচনের জন্য যা করা প্রয়োজন, তা-ই করব। প্রয়োজনে সব দল মিলে আন্দোলন হবে। কিন্তু সেটার জন্য আলাদা জোট করার এখনই কোনো প্রয়োজন দেখছি না। তবে আমি মনে করি আন্দোলনে যাওয়ার আগেই এই সরকার একটা নির্বাচনের রোডম্যাপ দেবে। কারণ অধ্যাপক মুহাম্মদ ইউনূস একজন ‘নন্দিত ব্যক্তি’।” বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাজনীতিতে আরেকটা মেরুকরণ আর কী হবে। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে, নিবন্ধনও স্থগিত করা হয়েছে। ভোটে হয়তো তারা অংশ নিতে পারবে না। যেসব দল মাঠে আছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আবার এর মধ্যে কোনো কোনো দল মিলে একসঙ্গে ফ্রন্ট করতে পারে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আগেই সুস্পষ্ট ভাষায় বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত সব দলকে নিয়ে সরকার গঠন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শেষ পর্যন্ত ইসলামপন্থিরা এক লাইনে চলে আসবে। অথবা বিরোধী দল হওয়ার জন্য ইসলামপন্থিরা এক ধারায় ঐক্যবদ্ধ হতে পারে নির্বাচনের আগে। আবার যারা বৈষম্যবিরোধী আছে তাদের থেকে যেসব দল বেরোচ্ছে, তাদের মধ্যে একটা ঐক্য হতে পারে।
আসন ভাগাভাগির জোট করতে চায় জামায়াত : জামায়াতে ইসলামী বিভিন্ন দলকে নিয়ে ঐক্য করার লক্ষ্যে কাজ শুরু করে মূলত ৫ আগস্টের পর। বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলামসহ কওমি মাদরাসাকেন্দ্রিক বিভিন্ন দল আছে এই ঐক্য প্রক্রিয়ায়। তবে এই জোট এখনই আত্মপ্রকাশ করবে না।
এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি বলেছেন, জোট গঠনের প্রাথমিক আলাপ তাঁরা এগিয়ে রেখেছেন। দ্বিতীয় পর্যায়ে আবারও বসবেন। এখনো ভিতরে ভিতরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হচ্ছে। এই জোট চূড়ান্ত রূপ নেবে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হবে। তখন হয়তো পরিষ্কার হবে সবকিছু।