জান্নাতুল সুমাইয়া হিমি
টিভি নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। টেলিভিশন ও ইউটিউব- দুই জায়গাতেই সমানতালে কাজ করছেন। তবে টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো। অবশ্য নাটক প্রচারের দিক থেকেও এগিয়ে আছেন নতুন প্রজন্মের এই অভিনয়শিল্পী। বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত নাটক প্রায়ই দেখা যায়। শোবিজের চেনামুখ হিমি। খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশুশিল্পী হিসেবে। অনুপ্রেরণা হিসেবে ছিলেন মা; তাকে নিয়ে যেতেন রামপুরায়, টেলিভিশন সেন্টারে। এ ছাড়া বাবার সাপোর্টও পেয়েছেন খুব। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। ইদানীং নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বেশি। এ জুটির বেশির ভাগ নাটক এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। এর আাগে ‘রূপকথা নয়’ নামে একটি সিরিজে অভিনয় করেছিলেন। এরপর আর কোনো ওটিটিতে কাজ করা হয়নি তার।
নাজনীন নাহার নিহা
নতুন অভিনেত্রী নাজনীন নাহার নিহা। ২০২০ সালে ফটোশুটের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু। কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করার পর টিভিনাটকে নাম লেখান তিনি। প্রায় ২০টির মতো বিজ্ঞাপনে কাজ করেছেন। নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রে প্রথমবার কাজ করেন। তবে প্রবীর রায় চৌধুরীর ‘লাভ সেমিস্টার’ নাটকে নজর কেড়েছে তাঁর অভিনয়। এ নাটকের পর ইমরান মাহমুদুলের একটি মিউজিক ভিডিওতে মডেল হন। এরপর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘অনুরাগ’ ও মাহমুদুর রহমান হিমির ‘সুইট প্রবলেম’ নাটকেও অভিনয় করেন। তবে তিনি এই সময়ে অপূর্বর বিপরীতে ‘মন দুয়ারী’, মেঘবালিকা’য় অভিনয়ে আলোচনায় আসেন।
তাসনিয়া ফারিণ
এক ঘণ্টার নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে তাঁর সরব উপস্থিতি। সমাদৃত হয়েছেন ওপারের চলচ্চিত্র ‘আরও এক পৃথিবী’তে অভিনয় করে। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ তাঁর সাবলীল অভিনয় সবার দৃষ্টি কাড়ে। নাটকে অভিনয় দিয়ে পরিচিতি পেলেও বর্তমানে টেলিভিশনের চেয়ে ওটিটির কাজেই বেশি ব্যস্ত তিনি। তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘বাবা, সাম ওয়ান ইজ ফলোয়িং মি’, ‘পুনর্মিলন’, ‘নেটওয়ার্কের বাইরে’ সমাদৃত হয়। সম্প্রতি তিনি সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
তটিনী
অভিনয়ে তাঁর পথচলা বেশি দিন না হলেও এরই মধ্যে নিজের প্রতিভা দেখিয়েছেন এই অভিনেত্রী। ২০১৯ সালে শোবিজে যাত্রা শুরু। অল্প দিনের ক্যারিয়ারে প্রায় ৫০টি বিজ্ঞাপন করেছেন। একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি নাটকে অভিনয় করে সাড়া পেয়েছেন। পিপলু আর খানের পরিচালনায় ‘কল্পনা’ তার প্রচারিত প্রথম কাজ। এরপর ভিকি জাহেদের পরিচালনায় ‘বাঁচিবার হলো তার সাধ’ নাটকে দর্শকপ্রিয় হন। ‘সুহাসিনী’তে কাজ করেছেন। বর্তমানে টিভিনাটকের পাশাপাশি অভিনয় করছেন ওটিটি প্ল্যাটফর্মে। এ সময়ের আলোচিত টিভিনাটকের প্রায় সব নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তবে অপূর্বর সঙ্গে জুটি হয়ে বেশি কাজ করেছেন। আজ মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘জয়া ও শারমিন’। এতেও দেখা যাবে তাকে।
সামিরা খান মাহি
সামিরা খান মাহি, যার আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। একসময় র্যাম্প মডেলিং করতেন মাহি। যদিও তাঁর যাত্রা হয়েছিল টিকটক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
তবে বর্তমানে এখন তিনি ছোটপর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন। এ মডেল ও অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন ২০১৪ সাল থেকে। মডেলিং দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হলেও খুব অল্প সময়ে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে জানান দেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত অনেক নাটক ট্রেন্ডিং ছিল। মাহির প্রথম ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’। বর্তমানে ছোটপর্দায় নিয়মিত এ অভিনেত্রী। স্বপ্ন দেখেন বড়পর্দায় কাজ করার। বড়পর্দার সূচনাটা ভালোভাবেই করতে চান।
কেয়া পায়েল
সময়ের আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে শখের বশে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে। তবে অভিনয়ে নিয়মিত ২০২০ সাল থেকে। টিভিনাটকের বাইরে নায়িকা হয়েছেন ইন্দুবালা সিনেমার। ধারাবাহিক ‘জয়েন্ট ফ্যামিলি’তে অভিনয় করে বেশ সাড়া পেয়েছেন তিনি। এই ছোট্ট ক্যারিয়ারে প্রশংসিত অনেক নাটকে অভিনয় করেছেন। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় এই মিষ্টি হাসির মেয়ে। যদিও অভিনয় নিয়ে কোনো স্বপ্নই ছিল না তাঁর। সেই অভিনয়েই নিজের অবস্থান পোক্ত করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক- ‘ডানপিটে’, ‘কপি পেস্ট’, ‘গুডবয়’, ‘দূর থেকে দূরে’, ‘উড়াল পাখি’, ‘কাটুস কুটুস কুরবানি’, ‘বন্ধন’, ‘পথে হলো দেখা’, ‘নিউলি ম্যারিড’, ‘হৃদয় আকাশে’। ভিউয়ের দৌড়ে সমসাময়িকদের তুলনায় এগিয়ে আছেন কেয়া।
সারিকা সাবাহ
সারিকা সাবাহ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকে ঝুমুর চরিত্রে অভিনয় করেই আলোচনায় এসেছেন তিনি। বিজ্ঞাপনে মডেলিংয়ের পাশাপাশি নাটকের অভিনেত্রী হিসেবে দিনদিন ব্যস্ততা বাড়ছে তাঁর। সারিকা ছোটবেলা থেকেই নাচ করতেন। নাটকে অভিষেকটাও হঠাৎ করেই।
২০১৭ সালে তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘ফ্রেন্ডস’ শিরোনামের নাটকে প্রথম অভিনয় করেন। এরপর অবশ্য আবার বিরতি পড়াশোনার জন্য। তবে কাজল আরেফিন অমির ‘মেয়ে’ নাটকে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি। এরপর তিনি একই পরিচালকের ‘জাস্ট চিল’ নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এরপর সারিকা ‘বিউটিফুল’, ‘মুঠোফোন’, ‘লাভলি ওয়াইফ’, ‘অন্য প্রেমের গল্প’সহ আরও কিছু নাটকে অভিনয় করেন। সম্প্রতি তিনি শাওকীর ‘গুলমোহর’ এ অভিনয় করেছেন।
পারসা ইভানা
নৃত্যশিল্পী থেকে অভিনেত্রী হয়ে ওঠা অভিনেত্রী পারসা ইভানা। স্বল্প সময়ের ক্যারিয়ার। তবে কাজের তালিকাটা তাঁর বেশ বড়। ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’, ‘ব্যাচেলর রমজান’, ‘দই’, ‘ইচ্ছেঘুড়ি’, ‘ব্যাচেলর কোরবানি’, ‘চড়ুই পাখির বাসা’, ‘মাল্টিপ্লাগ’, ‘যুক্তবর্ণ’, ‘দুই দিন দুই রাত’, ‘তুমি আছো তাই’, ‘ঘর থেকে পালিয়ে’, ‘এই শহরের পাখিগুলো একা’, ‘সেপারেশন’সহ আরও বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন।
তানিয়া বৃষ্টি
ভিট তারকা তানিয়া বৃষ্টি বেশ কয়েক বছর ধরে বড় বড় টিভি তারকাদের বিপরীতে অভিনয় করে আসছেন সুনামের সঙ্গে। তবে টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘বাবা হতে চাই’ শিরোনামের নাটকে অভিনয় করে দর্শক নজর কাড়েন। এরপর একে একে ‘গাড়িওয়ালা’, ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘আড়াই তালাক’, ‘পিনিকেই ঝিনিক’, ‘সব দোষ হোসেন আলীর’, ‘সাদা কালা’, ‘কেরানী আক্কাছ’, ‘মাই নেম ইজ ফকির’সহ অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।