ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দলের যে দল জিতবে, তারাই সিরিজ জিতবে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের তৃতীয় ম্যাচের সমীকরণ ছিল এমনই। আকবর আলীর নেতৃত্বে টাইগার ইমার্জিং দল ম্যাচটি জিতেছে ৩৪ রানে। সফরকারী প্রোটিয়া ইমার্জিং দলের বিপক্ষে জিততে ঘাম ঝরিয়েছে আকবর বাহিনী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি আকবর বাহিনী জিতেছে ২২৫ রান করে। রাকিবুল হাসানের ঘূর্ণিতে ২২৬ রানের টার্গেটে ১৯১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দলটির অধিনায়ক আকবর আলী সিরিজসেরা হয়েছেন ব্যাট হাতে এক সেঞ্চুরিসহ ২২০ রান করে। অলরাউন্ডিং পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন বাঁ হাতি স্পিন অলরাউন্ডার রাকিবুল হাসান। ৪২ রানের পাশাপাশি ২৬ রানের খরচে ৪ উইকেট নেন। ওয়ানডে সিরিজ শেষ। এখন দুটি চার দিনের ম্যাচ খেলবে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। টস হেরে স্বাগতিক দল শুরুতে ৪৫.৫ ওভার ব্যাটিং করে। প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক পর্যায়ে ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে নবম উইকেট জুটিতে মাহফিজুর রহমান রাব্বি ও রাকিবুল ৭১ রান যোগ করেন ৮৪ বলে। দুজনের জুটিতেই ২২৫ রানের লড়াকু ইনিংস করে টাইগার ইমার্জিং দল। ম্যাচসেরা রাকিবুল ৪২ রান করেন ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায়। ২২৬ রানের টার্গেটে সফরকারী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং অলআউট হয় ৩৮.২ ওভারে ১৯১ রানে।