‘বোতল ছুড়ে মারা’ সেই শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক অ্যাডমিন অ্যাকাউন্টে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপ করা মোহাম্মদ ইমতিয়াজ হোসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি অফিসে তার সঙ্গে ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন। এর আগে গতকাল বিকালে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তথ্য উপদেষ্টার ওপর বোতল ছুড়ে মারার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মোহাম্মদ ইমতিয়াজ হোসাইনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান। জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। আবাসন সংকট নিরসনসহ তিন দফা দাবি আদায়ে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ও দপ্তর যমুনা অভিমুখে ‘লং মার্চ’ করে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন। রাতে সেখানে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় আঘাত করে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান তিনি।
তবে একপাশে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। পরে তথ্য উপদেষ্টার মাথার সিটিস্ক্যান করা হয়।