গতকাল কাতালান ডার্বিতে ১০ জনের এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার ২৮তম শিরোপা জিতেছে বার্সেলোনা। দুই ম্যাচ বাকি রেখেই রিয়াল মাদ্রিদকে ৭ পয়েন্টে পেছনে ফেলে লিগ জিতে নিল ফ্লিকের দল। সর্বোচ্চ ৩৬ বার লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে শীর্ষে থাকা বার্সার ৮৫ ও দুইয়ে থাকা রিয়ালের ৭৮ পয়েন্ট। এর মধ্য দিয়ে ঘরোয়া মৌসুমের তিনটি শিরোপায়ই জয় পায় বার্সেলোনা। অন্যদিকে এবার শিরোপা ছাড়াই মৌসুম শেষ করল রিয়াল মাদ্রিদ। ট্রেবল জেতার সুযোগ থাকলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যায় কাতালান দলটি। এপ্রিলের শেষের দিকে স্প্যানিশ কোপা দেল রের পর এবার লা লিগার ট্রফি উঁচিয়ে ধরল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এর আগে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে বার্সা। কাতালানদের হয়ে অভিষিক্ত মৌসুমেই ঘরোয় টুর্নামেন্টের তিনটি শিরোপা জিতেছেন জার্মান কোচ ফ্লিক। যার মধ্য দিয়ে আবারও স্পেনসেরা হলো বার্সেলোনা। শেষবার ২০২২-২৩ মৌসুমে লা লিগা এবং ২০১৭-১৮ ঘরোয়া মৌসুমে তিনটি ট্রফি জিতে তারা। এ ছাড়া মৌসুমের চারটি এল ক্ল্যাসিকোতে জয় কাতালনদের অনন্য অর্জন। যার মধ্যে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাস করে ইয়ামাল-রাফিনিয়ারা। বাকি দুটি ছিল লা লিগায়। এখানে দুই দলের মধ্যে সাপ লুডুর লড়াই চলছিল। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় রিয়ালের মাঠে জয় নিয়ে ফিরে কাতালানরা। শুরুটা দারুণ করলেও পিছিয়ে যায় বার্সা। পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। পরে ফিরতি লেগে ঘরের মাঠে মৌসুমের চতুর্থ ও শেষ এল ক্ল্যাসিকো জয়ে শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যায় কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। তবে পরের ম্যাচে মায়োর্কার বিপক্ষে রিয়াল জেতার ফলে এস্পানিওলের মাঠে বার্সাকে শিরোপা নিশ্চিত করতে জিততেই হতো। সেটাই হলো। গত ডিসেম্বরের শেষ ভাগ থেকে লিগে আর কোনো ম্যাচ না হেরেই শিরোপার স্বাদ পেয়ে গেল দলটি। কোচ ফ্লিকও জানালেন সেই তৃপ্তির কথা, ‘আমরা সবসময়ই ইতিবাচক থাকতে চেয়েছি এবং ট্রেনিং সেশনগুলোতে তা অনুভব করেছি এবং মৌসুম শেষে আমরা এবার তিনটি ট্রফি জিতেছি, যা দারুণ।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, বিশেষ করে মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা ছিলাম অসাধারণ। আমরা একটি ম্যাচও হারিনি, এটা স্রেফ দুর্দান্ত। গোটা দল, পুরো ক্লাব ও সমর্থকদের অভিনন্দন।’