জেলা এবং উপজেলা রাজস্ব প্রশাসনের ৯০ জনকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শনিবার (১৭মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও সার্কিট হাউজে এ আয়োজন করা হয়।
জেলা এবং উপজেলা রাজস্ব প্রশাসনে কর্মরত ৯০ জন কর্মকর্তা-কর্মচারীর ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ড ঢাকার চেয়ারম্যান (সচিব) এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো: রেজাউল কবীর, উপ-ভূমি সংস্কার কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন ছয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাজস্ব সেবায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ ও রাজস্ব নির্ভুলভাবে আদায় করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে বলেন। হয়রানিমুক্ত ও সহজ ভূমি সেবা নিশ্চিত করার উপরও অতিথিবৃন্দ গুরুত্বারোপ করেন।
আগত অতিথিবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত শহিদ স্মৃতি গ্যালারি পরিদর্শন করেন এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/হিমেল