পুরান ঢাকার ইসলামপুরে বোনজামাইয়ের কেঁচির আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ভিকটিম সেলিম রাজা (৪০) কাপড়ের ব্যবসা করতেন। শনিবার রাত ২টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সেলিমের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, সেলিম কাপড়ের ব্যবসা করত। টাকাপয়সা লেনদেন নিয়ে ছোট বোনজামাই সুমনের সঙ্গে বেশ কিছুদিন ধরে মনমালিন্য ছিল সেলিমের। এ বিষয় নিয়ে পারিবারিকভাবে ইসলামপুরে সেলিমের অফিসে বসা হয় সমঝোতার জন্য। সেখানে আলোচনা চলাকালীন তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময়ে বোনজামাই সুমন ওই অফিসে থাকা কেঁচি নিয়ে সেলিমকে আঘাত করে আহত করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নুরুল হক মুন্সির ছেলে সেলিম। পুরান ঢাকা ইসলামপুরের আশেক লেনে পরিবার নিয়ে থাকতেন তিনি।