ক্রোয়েশিয়ার ফ্রিডাইভার ভিটোমির মারিচিচ অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন।
চলতি বছরের ১৪ জুন মেক্সিকোর তুলুমে এক বিশেষ ডাইভিং ইভেন্টে নিঃশ্বাসে তিনি ডুবে গেলেন পানির নিচে। এরপর প্রায় ২৯ মিনিট ৩ সেকেন্ড ধরে একটানা শ্বাস বন্ধ রেখে গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
এর আগে এই খেতাব ছিল অন্য এক ডাইভারের দখলে, যেটি মারিচিচ ভেঙে দিলেন প্রায় ৫ মিনিটের ব্যবধানে।
তুলনা করলে দেখা যায়, গড়পড়তা মানুষ মাত্র ৩০ থেকে ৯০ সেকেন্ড শ্বাস বন্ধ রাখতে পারেন। এমনকি ডলফিনও সাধারণত এত দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে না। মারিচিচ নিজে স্বাভাবিক বাতাসে শ্বাস নিয়েও ১০ মিনিট ৮ সেকেন্ড শ্বাস বন্ধ রাখতে সক্ষম।
চেষ্টা শুরুর আগে মারিচিচ ১০ মিনিট ধরে খাঁটি অক্সিজেন শ্বাস নেন। এতে তার শরীরের রক্তে স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ গুণ বেশি অক্সিজেন জমা হয়। সেটিই তাকে দীর্ঘ সময় পানির নিচে থাকার শক্তি জোগায়।
তবে রেকর্ড গড়াই ছিল না তার একমাত্র উদ্দেশ্য। গিনেসের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, মারিচিচ এই উদ্যোগ নিয়েছিলেন সমুদ্র সংরক্ষণের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে।
উল্লেখযোগ্যভাবে, এখনো পর্যন্ত অক্সিজেন ছাড়া দীর্ঘতম শ্বাস বন্ধ রাখার রেকর্ড রয়েছে সার্বিয়ার ব্রাঙ্কো পেট্রোভিচের দখলে— ১১ মিনিট ৩৫ সেকেন্ড (২০১৪ সালে স্থাপিত)।
সূত্র: সায়েন্স অ্যালার্ট
বিডি প্রতিদিন/নাজমুল