পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার এবং পেসার জেরাল্ড কোয়েটজি। চোটের কারণে পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না দুজনের। মিলার টি-টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন।
নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মারক্রামকে বিশ্রাম দিয়ে ডেভিড মিলারকে অধিনায়ক করে পাকিস্তান সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা।
তবে সফরে আসার আগে ট্রেনিংয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিলার। যে কারণে সফর শুরুর আগেই শেষ মিলারের। তার অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন ডনোভান ফেরেইরা। কিছুদিন আগে নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একমাত্র টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন ফেরেইরা। সেই ম্যাচে নামিবিয়ার কাছে ৪ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
নামিবিয়া ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পেসার জেরাল্ড কোয়েটজি। নিজের পুরো বোলিং কোটাও পূর্ণ করতে পারেননি, করেছিলেন কেবল ১.৩ ওভার। পাকিস্তান সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই স্কোয়াডেই ছিলেন কোয়েটজি। তবে খেলা হচ্ছে না কোনো সিরিজেই। কোয়েটজির বদলি হিসেবে ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়েছে ওটনেইল বার্টম্যানকে। টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয়েছে ম্যাথু ব্রিটজকে এবং টনি ডি জর্জিকে।
আগামী ২৮, ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর মাঠে গড়াবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন টি-টোয়েন্টি। ৪, ৬ এবং ৮ নভেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড :
টি-টোয়েন্টি :
ডনোভান ফেরেইরা (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, রেজা হেন্ড্রিকস, জর্জ লিন্ডে, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজার্ড উইলিয়ামস।
ওয়ানডে :
ম্যাথু ব্রিটজকে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, বিয়ন ফর্চুন, জর্জ লিন্ডে, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ওটনেইল বার্টম্যান।
বিডি প্রতিদিন/নাজিম