পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ইন্দুরকানী (জিয়ানগর) রয়েল বয়েজ একাদশ ২-০ গোলে মোড়লগঞ্জ প্রবাসী টাইগার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক সাঈদ খান সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যরা।
বিডি-প্রতিদিন/তানিয়া