নাইজেরিয়ার উত্তরাঞ্চলের রক্ষণশীল কানো রাজ্যে টিকটকে প্রকাশিত একটি চুম্বন ভিডিওর জের ধরে দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে বিয়ের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।
রাজধানী কানো শহরের একটি ম্যাজিস্ট্রেট আদালত সোমবার শরিয়া পুলিশ হিসবাহ-কে নির্দেশ দেয়, ৬০ দিনের মধ্যে ওই দুই টিকটকারের বিয়ে সম্পন্ন করতে। আদালতের ভাষ্য, তারা এমনভাবে রোমান্টিক সম্পর্ক প্রকাশ্যে দেখিয়েছে, যা তাদের গভীর প্রেমের প্রমাণ এবং সমাজে অশালীনতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
কানো রাজ্যের বিচার বিভাগের মুখপাত্র বাবা-জিবো ইব্রাহিম জানান, আদালত হিসবাহকে নির্দেশ দিয়েছে যেন ওই পুরুষ ও নারীকে বিবাহবন্ধনে আবদ্ধ করা হয়।
ভিডিওটিতে দেখা যায়, ইদ্রিস মাই উশিরিয়া ও বাসিরা ইয়ার গুদা ঘনিষ্ঠ হয়ে চুম্বন করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কানোর ধর্মীয়ভাবে সংবেদনশীল মহলে সমালোচনার ঝড় ওঠে।
এরপর মাই উশিরিয়াকে গ্রেপ্তার করা হয় এবং রায় ঘোষণার আগে পর্যন্ত তিনি হেফাজতে ছিলেন। অপরদিকে ইয়ার গুদা আত্মগোপনে চলে যান।
হিসবাহর মহাপরিচালক আব্বা সুফি বলেন, “যদিও আদালত ৬০ দিনের সময়সীমা দিয়েছে, আমরা যত দ্রুত সম্ভব বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে চাই।”
তিনি জানান, মাই উশিরিয়ার বাবা-মা ইতিমধ্যে বিয়েতে সম্মতি দিয়েছেন, এবং ইয়ার গুদার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি কানো রাজ্য সরকার নবদম্পতির জন্য একটি বাড়ি কেনার পরিকল্পনা করছে, যাতে তারা ভাড়া বাড়িতে না থাকতে হয়।
কানো শহর ‘কানিউড’ নামে পরিচিত স্থানীয় চলচ্চিত্রশিল্পের কেন্দ্র। এই খাত দীর্ঘদিন ধরেই ধর্মীয় নেতাদের কড়া নজরদারিতে রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা-অভিনেত্রীদের সক্রিয়তা বাড়ায় সেন্সর বোর্ডও অনলাইন প্ল্যাটফর্মে নিয়ন্ত্রণ জোরদার করেছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক টিকটকারকে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক