একবার দুবার কিংবা ১০০ বারও নয়। সৌন্দর্য বাড়িয়ে আকর্ষণীয় করতে নিজেকে কসমেটিক সার্জারি করিয়েছেন ৪০০ বার। যাতে খরচ হয়েছে প্রায় ২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার এই নারীর নাম গিল লি-ওন। দেশটির জনপ্রিয় বিনোদন অনুষ্ঠান 'ইটস ওকে নট টু বি ওকে'-তে তিনি এ কথা জানিয়েছেন। তবে এর পেছনের কারণও জানিয়েছেন লি।
তিনি বলেন, কসমেটিক সার্জারির যাত্রা শুরু হয় ২০১০ সালে। কলেজে ভর্তির পরীক্ষার প্রস্তুতির সময় তার ওজন বেড়ে যায়। এতে তিনি আশপাশের মানুষের কটূক্তির শিকার হতেন। পরে তার এক প্রাক্তন প্রেমিকের সমালোচনা তাকে বারবার প্লাস্টিক সার্জারি করার দিকে ঠেলে দেয়।
গিল লি ওন বলেন, শারীরিক রূপান্তরের জন্যই তিনি শত শত চিকিৎসা করিয়েছেন। থামার বিষয়েও তিনি কোনো পরিকল্পনা করেননি। তার ভাষ্যমতে, প্রাক্তন প্রেমিকের ক্রমাগত সমালোচনা তার আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছিল। যা তাকে চেহারা পরিবর্তন করাতে বাধ্য করে। এখন তিনি আত্মবিশ্বাসী, এ বিষয়ে কোনো অনুশোচনায় ভোগেন না।
প্রতিবেদনে জানা গেছে, তিনি বিভিন্ন ধরনের কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন। যেমন: কপাল ফ্যাট গ্রাফটিং, কানের পুনর্গঠন, ডাবল আইলিড সার্জারি, চোখের সংশোধন, নাকের একাধিক সার্জারি, ঠোঁটের সার্জারি, চিবুক ও মুখের কনট্যুরিং। গিল বলেন, ত্বকের চিকিৎসা অন্তর্ভুক্ত করলে তার মোট সার্জারির সংখ্যা প্রায় ৪০০।
এখনো তিনি চেহারার কিছু অংশ পরিবর্তন করতে চান। তবে একজন চিকিৎসক তাকে তার বর্তমান যে অবস্থা রয়েছে সেদিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সূত্র: সামা টিভি
বিডিপ্রতিদিন/এমই