হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার পথে নতুন ধাক্কা খাওয়ায় রবিবারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারছেন না বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। এক সূত্রের খবরে বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন।
২৮ বছর বয়সী রাফিনিয়া ২৫ সেপ্টেম্বর রিয়াল ওভিয়েদোর বিপক্ষে জয়ের পর থেকে আর মাঠে নামেননি। এই সপ্তাহে তিনি অনুশীলনে ফিরেছিলেন এবং ধারণা করা হচ্ছিল, সপ্তাহান্তে সান্তিয়াগো বার্নাব্যুতে বেঞ্চে অন্তর্ভুক্ত থাকবেন।
তবে শুক্রবারের অনুশীলনে তিনি আবারও কিছু অস্বস্তি অনুভব করেন, ফলে অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। সূত্রটি জানায়, ঠিক কতদিনের জন্য তিনি অনুপস্থিত থাকবেন তা বলা যাচ্ছে না, তবে সম্ভবত আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে ব্রাজিলিয়ান এই তারকার ফেরায়।
রাফিনিয়ার পুনর্বাসন আগেই প্রত্যাশার চেয়ে বেশি সময় নিয়েছে। ওভিয়েদো ম্যাচে ইনজুরির পর বার্সেলোনা জানিয়েছিল, প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। কিন্তু এখন এক মাস কেটে গেছে, এবং নভেম্বরে আন্তর্জাতিক বিরতির আগেই তিনি ফিরতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাদ্রিদ সফরের পর বার্সা এলচে, ক্লাব ব্রুগে এবং সেল্তা ভিগোর মুখোমুখি হবে।
এদিকে রাফিনিয়ার পাশাপাশি মার্ক-আন্দ্রে টের স্টেগেন, জোয়ান গার্সিয়া, গাভি, দানি ওলমো এবং রবার্ট লেভান্ডভস্কিও রিয়ালের বিপক্ষে ম্যাচটি মিস করবেন। জুল কুন্দে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ফিটনেস নিয়েও সংশয় রয়েছে।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে লা লিগার শীর্ষ দুই দল মুখোমুখি হবে—বর্তমানে বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। যদিও গত মৌসুমে চারটি ক্লাসিকোতেই জয় পেয়েছিল কাতালানরা।
বার্সা কোচ হানসি ফ্লিক টাচলাইনে দাঁড়িয়ে ম্যাচটি পরিচালনা করতে পারবেন না। গত সপ্তাহে জিরোনার বিপক্ষে ম্যাচে পাওয়া লাল কার্ডের বিরুদ্ধে ক্লাবের আপিল শুক্রবার স্পেনের ক্রীড়া প্রশাসনিক আদালত প্রত্যাখ্যান করেছে।
ওই ম্যাচে ইনজুরি সময়ের মধ্যে ফ্লিককে দু’টি হলুদ কার্ড দেখানো হয়। রেফারির প্রতিবেদনে বলা হয়, প্রথমটি ছিল রেফারির সিদ্ধান্তকে ব্যঙ্গাত্মকভাবে করতালি দেওয়ার কারণে এবং দ্বিতীয়টি ছিল সেই সিদ্ধান্তে তার প্রতিক্রিয়ার জন্য।
জার্মান কোচ অবশ্য দাবি করেছিলেন, তিনি আসলে তার খেলোয়াড় ফ্রেঙ্কি ডি ইয়ংকে করতালি দিচ্ছিলেন। কিন্তু আপিল খারিজ হয়ে যাওয়ায় ফ্লিককে গ্যালারি থেকেই ক্লাসিকো দেখতে হবে।
এর ফলে শনিবারের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত থাকবেন না। তার সহকারী কোচ মার্কাস জর্গ তার পরিবর্তে সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
বিডি প্রতিদিন/নাজিম