প্রজনন মৌসুমে মিঠা পানিতে ডিম ছাড়তে নদীমুখী হচ্ছে ইলিশ। স্থানীয় নদনদীতে মা ইলিশ আসা শুরু করেছে। জেলেদের জালে ধরা পড়ছে, দামও কমছে। তাই এগিয়ে আনা হচ্ছে প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার সময়।
মেঘনা নদীর জেলে হিজলার ধুলখোলা বতুয়া গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন ব্যাপারী বলেন, গত কয়েক দিন ধরে ইলিশ পাওয়া যাচ্ছে। আগে দিনভর জাল ফেলে তিন থেকে চার শত টাকার মাছ পাওয়া যেত। এখন দুই থেকে তিন হাজার টাকার মাছ পাওয়া যায়। নগরীর পোর্ট রোড মোকামে তিন দিন ধরে ইলিশ মাছের আধিক্য দেখা গেছে। আড়তদার আকতার হোসেন বলেন, আগে যেখানে প্রতিদিন ৪০-৫০ মণ বিক্রি হতো সেখানে এখন দেড় শ থেকে দুই শ মণ বিক্রি হয়। গতকাল দেড় কেজি সাইজের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এক কেজি ২০০ গ্রাম সাইজ ২ হাজার ৩০০ টাকা কেজি, এক কেজি সাইজ ২ হাজার ১৫০ টাকা, এলসি ১ হাজার ৭৫০ টাকা, আধা কেজি সাইজ ১ হাজার ৪৫০ টাকা, ৪০০ গ্রাম সাইজ ১ হাজার ২০০ টাকা ও ৩০০ গ্রাম সাইজ প্রতি কেজি ৯০০ টাকা দরে বিক্রি হয়েছে।
বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, প্রজনন মৌসুমের কারণে নদীতে মাছ আসছে। যার কারণে মা ইলিশ রক্ষায় শিকার নিষেধাজ্ঞার সময় এগিয়ে আনা হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে।