চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা সীমান্তের চরতী এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার ও গতকাল রাতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। নিহতরা হলেন চন্দনাইশের ছৈয়দাবাদ এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মোহাম্মদ ছালেহ (৩০) এবং নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ হারুন (১৭)। গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুনে পুরো গুদাম পুড়ে যায়। দগ্ধ হন ১০ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চারজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছিল।
স্থানীয়রা জানান, চরতী ইউনিয়নের নির্জন এলাকায় অনুমোদন ছাড়াই গ্যাস ক্রস ফিলিং গুদাম চালু করেন মালিক মাহবুবুর রহমান। সেখানে সরকারি বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ভরে বাজারজাত করা হতো।