দেশে প্রথমবারের মতো বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি। গতকাল চট্টগ্রামে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে শাহ আমানত বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও একই পদ্ধতিতে জেট ফুয়েল সরবরাহের কথা জানিয়েছেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম।
পতেঙ্গায় পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে ট্যাংকলরি যোগে এতদিন শাহ আমানত বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ হতো। তবে এখন থেকে তা সরবরাহ হবে পাইপ লাইনে। এতে নিরাপত্তার পাশাপাশি কমবে সময় ও পরিবহন ব্যয়। একই লাইনে জ্বালানি সরবরাহ করা যাবে বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকেও।
সূত্র জানায়, শাহ আমানত বিমানবন্দরে বিভিন্ন উড়োজাহাজের জন্য দৈনিক জ্বালানি তেল লাগে ২.২৫ লাখ লিটার। এখন থেকে এ তেল পাইপলাইনের মাধ্যমে সরাসরি সরবরাহ করা হবে। আর এতে প্রতি বছর খরচ বাঁচবে অন্তত ৮ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পের নির্মাণ শেষ হয়েছে নির্ধারিত সময়ের তিন মাস আগেই। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৬০ কোটি টাকা। এর মাধ্যমে ২০৫৫ সাল পর্যন্ত জ্বালানি পরিবহন সম্ভব হবে।