সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১তম গ্রেড নির্ধারণসহ তিন দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আগামী ১৭ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করবেন তারা। গতকাল ভার্চুয়াল মিটিং শেষে শিক্ষক নেতারা এ তথ্য জানান। তাদের অন্য দুই দাবি হলো- চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে। আর প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে গত ৩০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি। এবার দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।