পুলিশের হাতে আটক থাকা ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর সমর্থনে তুরস্কে টানা তৃতীয় দিনের মতো গতকালও নজিরবিহীন বিক্ষোভ-সমাবেশ হয়েছে। গত বুধবার ভোরে এই মেয়রকে গ্রেপ্তারের জের ধরে ফলে তুরস্কের রাস্তার সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ করায় তিন দিনে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। সূত্র : আরব নিউজ।
গতকালের পরিস্থিতি সম্পর্কে খবরে বলা হয়, বিক্ষোভকালে ইস্তাম্বুল, আঙ্কারা ও পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরে দাঙ্গা পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং জলকামান নিক্ষেপ করে। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনী ৯৭ জনকে আটক করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। বেসরকারি সূত্র জানায়, আটকের সংখ্যা শতাধিক।
জানা গেছে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রজাতন্ত্রী জনতা দল (সিএইচপি) থেকে ৫৩ বছর বয়সী মেয়র ইমামোগলুকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। আইনি জটিলতার ক্রমবর্ধমান ঝামেলার মধ্যে ইমামোগলু গত বছর ব্যাপকভাবে মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হন। তার বিরুদ্ধে আরও ‘একটি সন্ত্রাসী সংগঠনকে (পিকেকে) সহায়তা এবং মদদ দেওয়ার’ মতো অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, ব্যাপক জালিয়াতি এবং একটি অপরাধমূলক সংগঠনের অংশ হিসেবে অবৈধভাবে ব্যক্তিগত স্বার্থ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এসব মামলায় তার সঙ্গে আরও অনেককেই আসামি করা হয়েছে।