নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় দুই জেলের। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঝড়বৃষ্টির মধ্যে পাওয়ার টিলারে ধান বোঝাই করার সময় বজ্রপাতে মৃত্যু হয় একজন কৃষকের এবং হবিগঞ্জের চুনারুঘাটে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় অন্য এক কৃষকের।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার হাওরাঞ্চল মোহনগঞ্জের পেরির হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাপ্পু মিয়া (২৮) ও তানজিদ (১৮) নামের দুই জেলের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচর গ্রামের পেরির হাওর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তারা নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যায়। কিন্তু গতকাল সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয়রা পেরির হাওরে দুজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বজ্রাঘাতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া দেখে সুরতহাল রিপোর্ট করে স্বজনদের কাছে হস্তান্তর করে। পাপ্পু মিয়া পেরিরচর গ্রামের লেবু মিয়ার ছেলে। একই গ্রামের তানজিদ মজিবুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী চুড়ইল বিলসংলগ্ন বুড়িতলা এলাকায় বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে পাওয়ার টিলারে ধান বোঝাই করছিলেন তিনি। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্য কৃষকরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনা ঘটে। শাহাবুদ্দিন ওই ইউনিয়নের সন্তোষপুর কামাত গ্রামের বাসিন্দা এবং তাজামুল হকের ছেলে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে মর্তুজ আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে। চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, গতকাল দুপুরে গ্রামের পাশে নিজের জমিতে ধান কাটছিলেন মর্তুজ আলী। বিকালের দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ছাড়া ঝড়ের সময় উপজেলার গাদিশাল গ্রামের ফারুক মিয়ার বাড়িতে বজ্রপাতে একটি গাভি ও বাছুর মারা গেছে।