সাত কলেজের শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আজকের মধ্যে সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না করা হলে তারা আবার মাঠের কর্মসূচি পালন করবেন। এ ছাড়া এবার জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান শিক্ষার্থী-প্রতিনিধিরা।
গতকাল বিকালে ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার। সংবাদ সম্মেলনে জাফরিন আক্তার বলেন, ‘আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই। আমরা আর রাজপথে নামতে চাই না। আমরা আন্দোলন-সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি। তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে।’ তিনি বলেন, ‘রবিবারের (আজ) মধ্যে যদি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে সোমবার থেকে আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। যদি আবার মাঠে নামতে হয়, তাহলে এবার রাজপথ থেকেই নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়ে ক্যাম্পাসে ফিরব।’
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে আরও রয়েছে অন্তর্বর্তী প্রশাসন নিয়োগের পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার বানাতে হবে; বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় এবং যাবতীয় অসংগতি স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে; পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা, লোগো, মনোগ্রাম প্রকাশ করতে হবে। এ ছাড়া আগামী ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের বাজেট নির্ধারণ করার দাবি করেন তারা।