ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি সোমবার বলেছেন, আলোচনায় ইউক্রেনকে তার দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয়।
এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ছেড়ে দেওয়ার সঙ্গে তুলনা করেছেন তিনি। হোয়াইট হাউসের আলোচনার পর মের্জ সাংবাদিকদের বলেন, দনবাসের যে অংশটিকে ইউক্রেন নিয়ন্ত্রণ করছে, সেটি ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার দাবি, ‘যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ছেড়ে দেওয়ার প্রস্তাবের মতোই হাস্যকর’। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কায় স্বাগত জানানোর তিন দিন পর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শীর্ষ ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে যোগ দেন মের্জ। -এএফপি