মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে অভি অলংকার নামের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে দোকানের মালিক শুভ দাস আহত হয়েছেন। শুভ শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ স্বর্ণ ব্যবসায়ী সমিতির (বাজুস) জেলা সভাপতি তপন নাগ জানান, রাত সাড়ে ১২টার দিকে শুভ দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ডাকাত তাকে ছুরিকাঘাত করে ২০-২২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় শুভকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। সদর থানার ওসি এস এম আমানউল্লাহ জানান, স্বর্ণ উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।