আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। রবিবার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেট ও ১২ বল হাতে রেখে জয় তুলে নেয় জাকের আলীর নেতৃত্বাধীন টাইগাররা।
এর আগে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে জয় পেয়ে দারুণভাবে সিরিজ শেষ করলো টাইগাররা।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও পরিস্থিতি সামাল দেন সাইফ হাসান ও তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৫৫ রানের জুটি। তানজিদ ৩৩ বলে ৩৩ রান করে আউট হন।
এরপর অধিনায়ক জাকের আলী ও সাইফের ব্যাটে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে ইনিংসের মাঝপথে হঠাৎ দুই বলে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দল। মুজিব উর রহমানের বলে পরপর দুই ডেলিভারিতে আউট হন জাকের ও শামিম হোসেন।
তবে শেষ দিকে আর কোনো বিপদ হতে দেননি সাইফ ও নুরুল হাসান। সাইফ হাসান ৪৫ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার চতুর্থ ফিফটি। সঙ্গী নুরুল হাসান অপরাজিত থাকেন ১০ রানে।
এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৪৩ রান। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন দারবিশ রসুলি। এছাড়া সিদ্দিকুল্লাহ অটল ২৮ ও মুজিব উর রহমান করেন ২৩ রান।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন তুলে নেন একটি করে উইকেট।
এই জয়ের মাধ্যমে আফগানিস্তানকে ধবলধোলাই করে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/মুসা