সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
জব্দের আদেশ হওয়া উল্লেখযোগ্য স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- চট্টগ্রামের আর নিজাম রোড আবাসিক এলাকা, পাঁচলাইশের প্রবর্তক সার্কেল ও পূর্ব নাসিরাবাদে আরামিট সিমেন্টের নামে একটি করে ফ্ল্যাট। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে ৯ সদস্যের যৌথ অনুসন্ধান টিম করা হয়েছে। অনুসন্ধানের সময় গোপন সূত্রে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী, ভাই এবং স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। এসব স্থাবর সম্পদ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। সে কারণে এসব সম্পদ অবিলম্বে জব্দ করা আবশ্যক। এর আগে, গত ৫ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে। গত ২২ জুন সাইফুজ্জামানের তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।