শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানের সংগ্রহ করেছে আফগানিস্তান। ফলে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে জাকের আলীর দলকে লক্ষ্য তাড়া করে করতে হবে ১৪৪ রান।সিরিজের আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
বল হাতে শুরু থেকেই দারুণ ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণ। পাওয়ার প্লেতে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নেয় তারা। শরিফুল ইসলাম শুরুতে ফেরান ইব্রাহিম জাদরানকে (৭)। এরপর নাসুম আহমেদের বলেই দারুণ এক ক্যাচে রহমানউল্লাহ গুরবাজকে (১২) ফেরান শামীম হোসেন। চারে নামা ওয়াফিউল্লাহ তারাখিলকে (১১) বোল্ড করে ফেরান সাইফউদ্দিন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাই (৩), মোহাম্মদ নবী (১) ব্যর্থ হন। ভালো শুরু পাওয়া সাদেকুল্লাহ আতাল করেন ২৮ রান। তবে আফগানদের হয়ে শেষদিকে লড়াই চালান দারভিশ রাসুলি ও মুজিব উর রহমান। রাসুলি করেন ২৯ বলে ৩২ রান, যেখানে ছিল দুটি চার ও একটি ছক্কা। আর মুজিব ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন, হাঁকান চারটি বাউন্ডারি।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩ ওভারে মাত্র ১৫ রানে তুলে নেন ৩টি উইকেট। নাসুম আহমেদ ও তানজিম সাকিব ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২টি করে উইকেট। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন পান ১টি করে উইকেট, তবে ছিলেন কিছুটা খরুচে।
বিডি প্রতিদিন/মুসা