বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, ‘বিকল্পধারা নির্বাচনমুখী দল। আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।’ গতকাল মুন্সিগঞ্জের শ্রীনগরে সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধানিবেদন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, মরহুম রাষ্ট্রপতি বি চৌধুরী জিয়াউর রহমানের পরম বন্ধু ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা, মহসিন চৌধুরী, ওয়াসিমুল ইসলাম, উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু, আমিনুল ইসলাম বুলু, নবাব বাহাদুর, শাহ আলম আলমাস, মোস্তফা সারোয়ার, ইউপি চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।