আবারও ভারত-পাকিস্তান ম্যাচ, আবারও উত্তেজনা। তবে মাঠে লড়াই জমেনি একটুও। নারী ওয়ানডে বিশ্বকাপে কলম্বোয় রোববার হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে দিল ভারত। শুধু জয়ই নয়, পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে সংস্করণে এটি ভারতের টানা ১২তম জয়। যার মধ্যে পাঁচটিই বিশ্বকাপে।
তবে মাঠের বাইরের দৃশ্যই আলোচনায় বেশি। টসের সময় ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর করমর্দন করেননি পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝেও করমর্দন দেখা যায়নি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত সব উইকেট হারিয়ে তোলে ২৪৭ রান। ইনিংসটি গড়ে ওঠে ছোট ছোট অবদান আর শেষ দিকে রিচা ঘোষের ঝড়ো ক্যামিওতে। ২০ বলে ৩৫ রানে অপরাজিত থেকে দলকে আড়াইশ ছুঁইছুঁই সংগ্রহ এনে দেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
এর আগে হারলিন দেওল ৪৬, জেমিমাহ রদ্রিগেজ ৩২, দীপ্তি শর্মা ২৫ ও মান্ধানা ২৩ রান করেন। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ডায়ানা বেগ (৪ উইকেট) ও ফাতিমা সানা (২ উইকেট)।
জবাবে ব্যাট করতে নেমে একমাত্র সিদরা আমিন ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। ১০৬ বলে ৮১ রানের ইনিংস খেলেও দলকে বাঁচাতে পারেননি তিনি। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল নাতালিয়া পারভেজের ৩৩। বাকিরা একের পর এক ফিরে যান ভারতের আঁটসাঁট বোলিংয়ের সামনে।
পাকিস্তান শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৫৯ রানে, ৪৩তম ওভারে। অতিরিক্ত রান বাদ দিলে বাকি ব্যাটারদের সম্মিলিত রান মাত্র ৭০।
ভারতের হয়ে দারুণ বোলিং করেন সবাই। সবচেয়ে উজ্জ্বল ছিলেন পেসার ক্রান্তি গৌড়। ১০ ওভারে ৩ মেডেনসহ মাত্র ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। দীপ্তি শর্মা ৩ উইকেট ও স্নেহ রানা ২ উইকেট তুলে নেন।
এই জয়ের মাধ্যমে ভারতের মেয়েরা টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল, অন্যদিকে পাকিস্তান হেরে বসলো টানা দ্বিতীয় ম্যাচে। এর আগে তারা বাংলাদেশ দলের বিপক্ষে হেরেছিল।
বিডি প্রতিদিন/মুসা