ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল সুমির একটি রেল স্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল একথা বলেছেন। কিয়েভ থেকে এএফপি এ খবর জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে রুশ সেনাবাহিনী বারবার ইউক্রেনের রেল অবকাঠামোকে টার্গেট করে আসছে।
জেলেনস্কি সুমির শোস্তকা স্টেশনে হামলাকে ‘বর্বরোচিত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা যাত্রী এবং রেলকর্মীসহ কমপক্ষে ৩০ জন আহতের কথা শুনেছি।
তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে একটি ক্ষতবিক্ষত ট্রেনের বগি আগুনে পুড়ে গেছে এবং ভাঙা জানালা দেখা যাচ্ছে। জেলেনস্কি আরও বলেছেন, ‘রাশিয়ানরা হয়ত জানত না যে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে’। ঘটনাস্থলটি রুশ সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থিত। রুশ সেনাবাহিনীর হামলার ফলে উত্তর চেরনিগিভ অঞ্চলে প্রায় ৫০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে একটি প্রধান তেল শোধনাগারে হামলা চালানোর দাবিও করেছে। -এএফপি
কিয়েভ রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে নিজস্ব দূরপাল্লার ড্রোন হামলা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। যাকে তারা রাশিয়ার শহর এবং বিদ্যুৎ গ্রিডে প্রতিদিনের আক্রমণের ন্যায্য প্রতিশোধ বলে অভিহিত করেছে।