লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা প্রথম হার দেখলো সেভিয়ার বিপক্ষে। শনিবার রাতে সেভিয়ার মাঠে ৪-১ গোলের বড় পরাজয়ের স্বাদ পেল ফ্লিকের শিষ্যরা। ইনজুরির কারণে লামিন ইয়ামাল ও রাফিনহাকে ছাড়াই খেলতে নেমেছিল কাতালানরা।
প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে সেভিয়াকে এগিয়ে দেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় সানচেস। এরপর ৩৬তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন রোমারো। মাঝমাঠে কুন্দের বল হারানোর সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা।
তবে বিরতির আগে একটি গোল শোধ করে বার্সেলোনা। ৪৪তম মিনিটে পেদ্রির দারুণ এক ক্রসে ভলিতে গোল করেন মার্কাস রাশফোর্ড।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টায় ছিল বার্সা। ৭৬তম মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন রবার্ট লেভানডোভস্কি। এরপরই ছন্দ হারিয়ে ফেলে ফ্লিকের দল।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে হোসে আনহেল কারমোনার ডান পায়ের শটে ব্যবধান ৩-১ করেন সেভিয়ার এই তারকা। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে অ্যাকর অ্যাডামস গোল করে ৪-১ ব্যবধান নিশ্চিত করেন।
এই হারে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সেভিয়া উঠে এসেছে টেবিলের সাত নম্বরে।
বিডি প্রতিদিন/মুসা