কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীসহ দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় নুরানী মাদ্রাসা থেকে ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া নামের শিশুটি মারা যায়।
নিহত বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে ।স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসায় নুরানী দ্বিতীয় জামাতে পড়াশুনা করত শিশুটি।
অপরদিকে, উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনী গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু ঘটেছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, রবিবার দুপুরের দিকে বাড়ির পাশে গরুকে ঘাস খাওয়ার জন্য ঘাস কাটতে গেলে বৃষ্টির পূর্ব মুহূর্তে বজ্রপাতের ঘটনা ঘটে সহিবর গুরুতর আহত হন। পরে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান তিনি।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/নাজমুল